আইফোনের মত দেখতে ফোন লঞ্চ করেছে ওপ্পো, দেখুন কোন কোন মডেল থাকছে , ওপ্পো রেনো ১২ সিরিজের সাকসেসর হিসেবে বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১৩ সিরিজ।
বছরের শুরুতেই ইউজারদের জন্য নয়া স্মার্টফোন সিরিজ (ওপ্পো স্মার্টফোন সিরিজ) লঞ্চ করতে চলেছে ওপ্পো সংস্থা। ওপ্পো রেনো ১৩ সিরিজ (ওপ্পো রেনো 13 সিরিজ) ভারতে লঞ্চ হয়েছে। তবে এটা নিশ্চিত যে চিনে লঞ্চের পরই ভারতে আসবে ওপ্পো রেনো ১৩ সিরিজ।
তাই ভারতে এই স্মার্টফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণও প্রকাশ্যে আসেনি। তবে একটা আভাস পাওয়া গিয়েছে। টিপস্টার সুধাংশু আম্ভোরের অনুমান, ওপ্পো রেনো ১৩ সিরিজ ভারতে লঞ্চ হয়েছে ২০২৫ সাল অর্থাৎ আগামী বছর জানুয়ারি মাসে, অর্থাৎ নতুন বছরের একদম শুরুতেই।
ওপ্পো রেনো ১৩ (ওপ্পো রেনো 13 ) এবং ওপ্পো রেনো ১৩ প্রো (ওপ্পো রেনো 13 সিরিজ ) – এই দুই ফোন লঞ্চ হয়েছে । ওপ্পো রেনো ১৩ সিরিজ চিনে লঞ্চ হয়েছে ২৫ নভেম্বর। তবে ওপ্পো কর্তৃপক্ষ এই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
ওপ্পো রেনো ১৩ এবং ওপ্পো রেনো ১৩ প্রো সিরিজে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন একনজরেঃ
আইফোনের মত দেখতে ফোন লঞ্চ করেছে ওপ্পো
- ওপ্পো রেনো ১৩ সিরিজের এই দুই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ প্রসেসর ।
- ওপ্পো রেনো ১৩ ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন অনেকটা আইফোনের রেয়ার প্যানেলের ডিজাইনের ।
- ওপ্পো রেনো ১৩ সিরিজের বেস মডেলের ব্যাক প্যানেলের রেয়ার ক্যামেরা ইউনিটের ডিজাইন আইফোনের ।
- এছাড়াও ওপ্পো রেনো ১৩ ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে গ্লাস ফিনিশ, অর্থাৎ ফোনের রেয়ার প্যানেল স্বচ্ছ কাচের।
- ওপ্পো রেনো ১৩ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তিনটি ক্যামেরা সেনসর এই ফোনে।
- ওপ্পো রেনো ১৩ প্রো ফোনে ৬.৮৩ ইঞ্চির কোয়াড কার্ভড ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ ।
- ওপ্পো রেনো ১৩ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার রয়েছে ।
- ওপ্পো রেনো ১৩ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর । এই ফোনে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হিসেবে লঞ্চ হবে। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না।
চলতি বছর মে মাসে ওপ্পো রেনো ১২ সিরিজ চিনে লঞ্চ হয়েছিল। আর তারপর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন সিরিজ। ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো – এই দুই ফোন লঞ্চ হয়েছিল। এবার তারই সাকসেসর মডেল লঞ্চ এসেছে ।
আপনি কি মোবাইল সম্পর্কে তথ্য খুঁজছেন? যদি আপনি খুঁজছেন, তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন। আমরা নিয়মিত এই সাইটে চলমান মোবাইল সম্পর্কে তথ্য প্রকাশ করি। এখানে আপনি প্রথমে সব ধরণের নতুন মোবাইল বাজারের খবর পাবেন।